বিশ্বনাথ (অসম), ১৪ মে (হি.স.) : বিশ্বনাথ জেলার বিহালিতে অজ্ঞাত রোগ একই পরিবারের তিন তরুণীর অকালমৃত্যু ঘটেছে। এ ঘটনায় বিহালি এলাকার মানুষ ভীতিগ্রস্ত হয়ে পড়েছেন।
প্রাপ্ত খবরে প্রকাশ, শরীরে চিকেন পক্সের মতো অসংখ্য ফোসকা, গোটা শরীরে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হয়ে অকালমৃত্যুকে বরণ করেছেন একই পরিবারের তিন তরুণী। জানা গেছে, গত ১১ মাৰ্চ বিহালির ভীমদঙ্গা গ্রামের বাসিন্দা জনৈক বীরেন ঘাটোয়ারের ২৭ বছরের মেয়ে রঞ্জু ঘাটোয়ার এবং বছর ২৫-এর মণিকা ঘাটোয়ার এ ধরনের রোগে আক্ৰান্ত হলে তাদের তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিনের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়৷
তার পর যথাসময়ে রঞ্জু এবং মণিকার শ্ৰাদ্ধশান্তি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দুই বোনের শ্রাদ্ধের দিন-কয়েক পর তাদের এক বোন লক্ষ্মী ঘাটোয়ার (১৩)-এর শরীরেও ওই অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব হয়৷ কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই গতকাল শনিবার মেয়েটির তার নিজের বাড়িতেই মৃত্যু হয়৷
এদিকে জানা গেছে, ঘাটোয়ার পরিবারের আরেক মেয়ে বছর ২৫-এর জুনু ঘাটোয়ারের শরীরেও এই অজ্ঞাত রোগ ধরা পড়েছে৷ বিশ্বনাথ জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, বসন্ত-সদৃশ রোগটি আসলে কী তা শনাক্ত করতে জুনুর রক্তের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।