চন্দ্রপুর বাঁধের পাশে শ্মশান ও কবর স্থান পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ চন্দ্রপুর বাঁধের  পাশাপাশি রয়েছে মুসলমানদের কবরস্থান এবং হিন্দুদের শ্মশান৷ নদী ভাঙ্গনের ফলে জায়গা অনেকটাই কমে যাচ্ছে শ্মশানের৷ শ্মশানকে সংস্কার করে ব্যবহারযোগ্য করার জন্য আজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার৷ সফরসঙ্গী ছিলেন এলাকার কপর্োরেটর সুখময় সাহা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ এলাকাবাসী৷ পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র জানান ,আগে জায়গাটা ডিমারগেসান হয়ে যাক ,তারপর সংস্কার করে দেয়া হবে পুর নিগমের উদ্যোগে৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য সব অংশের  মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *