ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।হলো না ম্যাচ। বৃষ্টির জন্য। রবিবার শীর্ষে থাকা চলমান সঙ্ঘের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিলো মৌচাক ক্লাবের। শহীদ কাজল ময়দানে। কিন্তু ‘মোকা’-র ঘুর্ণি ঝড়ের ফলে সিপাহীজলা জেলায় রবিবার ভোর রাত থেকেই শুরু হয়েছিলো বৃষ্টি। দুটি দল নির্দিষ্ট সময়ে মাঠে পৌঁছলেও বৃষ্টির জন্য টস পর্যন্ত করা হয়নি। ফলে দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়। ম্যাচটি না হওয়ায় কিছুটা সমস্যায় চলমান সঙ্ঘ।
2023-05-14