ধুবড়ি (অসম), ১৪ মে (হি.স.) : ধুবড়িতে আজ রবিবার ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের। একই ঘটনায় আহত হয়েছেন অপর একজন। গুরুতর আহতকে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। নিহতকে গাড়ি চালক পৌষজিৎ সাহা ওরফে বাপন এবং আহত ব্যক্তিকে মিঠুন সাহা বলে শনাক্ত করা হয়েছে। হতাহত দুজনের বাড়ি গৌরীপুর শহরে বলে জানা গেছে।
জানা গেছে, আজ সকালে ধুবড়ির ভাঙ্গারপাড়ে গুরু তেগবাহাদুর রোডে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। ধুবড়ি থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিল এএস ১৭ ডি ৬০৭৩ নম্বরের একটি হুন্ডাই ইয়োন কার। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল। সম্ভবত দুরন্ত কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তেগবাহাদুর এলাকায় রাস্তার পাশে একটি গাছের গুঁড়িতে গিয়ে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ করে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে গাড়ির ভিতরে চাপা পড়ে মৃত্যু হয় চালকের। সঙ্গে গুরুতরভাবে আহত হন গাড়ির এক আরোহী।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা হতাহত দুজনকে উদ্ধার করে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিহত পৌষজিৎ সাহার মৃতদেহের ময়না তদন্তের জন্য মর্গে রাখার পাশাপাশি আহত মিঠুন সাহাকে ভরতি করে চিকিৎসা চলছে।