টিসিএ-র আজীবন সদস্যদের ডায়াস বর্তমান কমিটির কর্মকাণ্ডে অত্যন্ত খুশি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির কর্মকাণ্ডে অত্যন্ত খুশি আজীবন সদস্যরা। আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির ত্বরান্বিত কাজ, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডের পরিকাঠামো, এমবিবি স্টেডিয়ামের সামগ্রিক পরিকাঠামোর পাশাপাশি নির্মীয়মান ফ্লাড লাইটের পুরো বিষয় আজ আজীবন সদস্যদের ডায়াস অর্থাৎ অফিস বেয়ারারদের সকলে সরেজমিনে পরিদর্শন করেন। গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে টি সি এ-র সকল স্তরের কর্মচারীদের সঙ্গেও মতবিনিময়ের মাধ্যমে সামগ্রিক অনুভূতি উপলব্ধি করেন। আজ, রবিবার বিকেলে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে আহূত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এবং আজীবন সদস্যদের ডায়াসের অফিস বেয়ারাররা সামগ্রিক অভিব্যক্তি তুলে ধরেন। প্রতিটি ক্রিয়াকলাপ টিসিএ-র বর্তমান এপেক্স কাউন্সিল আজীবন সদস্যদের ডায়াসকে যথারীতি অবহিত করে থাকেন বলে ডায়াস সচিব মানিক দত্ত ধন্যবাদ জানান। টিসিএ-র কোষাধ্যক্ষ জয় লাল দাস রাজ্য ক্রিকেট সংস্থার সাম্প্রতিক উন্নয়নমূলক সামগ্রিক কর্মকান্ড একে একে তুলে ধরে ক্রিকেটপ্রেমী সকলের সহযোগিতায় সেগুলো ক্রমপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন। যুগ্ম সম্পাদক জয়ন্ত দে-ও এ পর্যন্ত সম্পাদিত টুর্নামেন্ট সমূহের পরিসংখ্যানগত তথ্য তুলে ধরে আগামী সময়ে টুর্নামেন্টের সিডিউল নিয়েও আলোচনা করেন। জাতীয় আসরে রাজ্য দল গঠনের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ একাংশ খেলোয়াড়দের পক্ষ থেকে করা হয়, সে বিষয়ে ডায়াস অবহিত রয়েছে কিনা, জিজ্ঞাসা করলে, আজীবন সদস্যরা আগামী সময়ে খেলোয়াড়দের সঙ্গেও কথা বলবেন বলে ব্যক্ত করেন। সাংবাদিকের এক প্রশ্নে, টিসিএ-র বর্তমান কমিটিতে কিঞ্চিৎ গোষ্ঠী কোন্দল জনিত খবর তাদের কাছেও রয়েছে বলে স্বীকার করেন। তবে বাস্তবে সেগুলোর তেমন সত্যতা খুঁজে পাননি বলে সাংবাদিকের প্রশ্নোত্তরে জানিয়েছেন। আগামী দিনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আরও এগিয়ে যাবে বলে উপস্থিত প্রত্যেকেই আশা ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে ডায়াস-এর পক্ষ থেকে যুগ্ম সম্পাদক অমিতাভ ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জীব মজুমদার এবং এপেক্স কাউন্সিলের সদস্য অর্ঘ্যজিৎ বিশ্বাস সহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *