জয় ও পরাজয় বিজেপির কাছে নতুন কিছু নয় : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): কর্ণাটকে বিজেপির পরাজয় মেনে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। শনিবার ইয়েদুরাপ্পা বলেছেন, জয় ও পরাজয় বিজেপির কাছে নতুন কিছু নয়।

দলীয় কর্মীদের প্রতি বার্তা দিয়ে ইয়েদুরাপ্পা বলেছেন, এই ফলাফলে দলীয় কর্মীদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। দলের বিপর্যয়ের বিষয়ে আমরা আত্মদর্শন করব। আমি এই জনাদেশকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি।
কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের অনেক প্রয়াস সত্ত্বেও, আমরা ছাপ রাখতে সক্ষম হইনি। আমরা বিশদ বিশ্লেষণ করব।”