ক্যানিং, ১৩ মে (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ডেভিসাবাদ এলাকায় এক নাবালিকাকে বিয়ে করতে এসে গ্রেফতার হল বাবা ও ছেলে। ধৃতদের নাম দিলীপ প্রামাণিক ও দেবাশিস প্রামাণিক। ধৃতের বাড়ি বাসন্তীর ছোট কলাহাজরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দেবাশিসের বিয়ে ছিল। ডেভিসাবাদ গ্রামের এক নাবালিকার সাথে তার বিয়ের ঠিক আগের মুহূর্তে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়। নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বর ও বরের বাবাকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে বছর ষোলোর ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে হোমে পাঠানো হয়েছে।