৫৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে কনকপুরা আসনে জয়ী শিবকুমার, গ্রহণ করলেন জয়ের শংসাপত্র

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): প্রায় ৫৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে কনকপুরা বিধানসভা আসনে জয়ী হয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। বিজেপির আর অশোকা ও জেডিএস-এর বি নাগারাজুকে হারিয়ে জয়লাভ করেছেন শিবকুমার। জয়লাভের পর জয়ের শংসাপত্র গ্রহণ করেছেন তিনি।

শনিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন শিবকুমার। বিজেপির আর অশোকা বিশাল ব্যবধানে হেরেছেন, জেডি(এস)-এর বি নাগারাজু প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৫৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে কনকপুরা বিধানসভা আসনে জয়ী হয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।