নীপকো:- ১৬২/৯(২০)
জেআরসি:- ১৬৪/৪(১৮.৪)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। এবারও জয়। ১৬২ রানকে তাড়া করে দুর্দান্ত জয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের। প্রীতি ক্রিকেট ম্যাচ হলেও সাংবাদিকদের বিনোদন কল্পে গড়ে ওঠা জেআরসি জয়ের ধারা অব্যাহত রেখেই এগোচ্ছে। শক্তিশালী টিম নীপকো ক্রিকেট দলকে ছয় উইকেট এর ব্যবধানে জে আর সি কর্তৃত্বপূর্ণ জয় পেয়েছে। দাবদাহের কারণে ডে-নাইটে, টি-টোয়েন্টি ফরম্যাটে নীপকো মাঠে আজ রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। টস জিতে নীপকো টিমের অধিনায়ক শুভ্রনীল সেনগুপ্ত প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্নেহাশীষ বিশ্বাসের ৪২ রান, বিকাশ দেববর্মার ৩৫ রান, অতনু হালদারের অপরাজিত ৩১ রান এবং ধনঞ্জয় দে-র ২৬ রান উল্লেখযোগ্য। জেআরসি-র বিশ্বজিৎ দেবনাথ ২২ রানে এবং অধিনায়ক অভিষেক দে ৩২ রানে ৩টি করে উইকেট পেয়েছে। এছাড়া, দিব্যেন্দু দে দুইটি এবং রবীন্দ্র শর্মা একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব দুর্দান্তভাবে ১৮. ৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার মেঘধন দেবের বুদ্ধিদীপ্ত অপরাজিত ৭৬ রান এবং রবীন্দ্র শর্মার অপরাজিত ৪৪ রান দলকে কর্তৃত্বপূর্ণ জয় এনে দেয়। অনির্বাণ দেব-এর ১৮ রানও উল্লেখ করার মতো। তবে জেআরসি-র প্রসেনজিৎ সাহা, বাপন দাস, সুব্রত দেবনাথ, অভিষেক দেববর্মা, মিল্টন ধর-এর সম্মিলিত পারফরম্যান্স দলকে জয় এনে দেয়। অনবদ্য অপরাজিত ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ মেঘধন দেব পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফি। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার তাপস দেব ও চয়ন দত্ত। খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে নীপকো-র ডিজিএম মেডিকেল এন্ড হেলথ সার্ভিস ডা. এস এস চৌধুরী, জার্নালিস্ট বিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। ডিজিএম ডা: চৌধুরী সংক্ষিপ্ত ভাষণে দারুণভাবে ম্যাচটি উপভোগ করেছেন বলে আগামী দিনেও এ ধরনের প্রীতি ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। জেআরসি-র সচিব তথা টিম ক্যাপ্টেন অভিষেক দে এবং নীপকো টিম ক্যাপ্টেন শুভ্রনীল সেনগুপ্ত সংক্ষিপ্ত ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

