কর্ণাটক নির্বাচন : ভোটের ফলাফল নিয়ে কংগ্রেস উল্লাসিত, দুই পর্যবেক্ষক যাবে কর্ণাটকে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : শনিবার সকাল থেকেই কর্ণাটকের ভোট গণনা থেকে কংগ্রেসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দল ১৩৪টি আসনে এগিয়ে রয়েছে, আর ৯টি আসনে জয়ী হয়েছে। ভারতীয় জনতা পার্টি ৬৪টি আসনে এগিয়ে রয়েছে এবং দুপুর ২ টা পর্যন্ত চারটি আসন জিতেছে।

কংগ্রেস সূত্র বলছে, দল দুই সিনিয়র নেতাকে পর্যবেক্ষক হিসেবে কর্ণাটকে পাঠাবে। যদিও পর্যবেক্ষকদের নাম এখনও ঘোষণা করা হয়নি, তবে দলীয় সূত্র বলছে, কংগ্রেসের প্রবীণ নেতা কমলনাথের পাশাপাশি আরও একজন নেতাকে সেখানে পাঠানো হবে।

উল্লেখ্য, কংগ্রেসে দফায় দফায় বৈঠক চলছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালা পর্যবেক্ষণ করছেন এবং একে অপরের সাথে যোগাযোগ করছেন।

কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেন, কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের একটি ধাপের মতো। তিনি বলেন, রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। অন্যদিকে, দলের নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, কর্ণাটকের জনগণ দুর্নীতিকে প্রত্যাখ্যান করেছে।