জলন্ধর(পঞ্জাব), ১৩ মে (হি.স.) : শনিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে জলন্ধর লোকসভা উপনির্বাচনে ভোট গণনা। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) অনুসারে, জলন্ধর লোকসভা আসনে আম আদমি পার্টি (আপ) এগিয়ে রয়েছে। আপ প্রার্থী সুশীল রিংকু এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের করমজিৎ কৌর চৌধুরীর চেয়ে ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।কাপুরথালা রোডের ডিরেক্টর ল্যান্ড রেকর্ডস অ্যান্ড স্পোর্টস কলেজ কমপ্লেক্সে গণনা কেন্দ্রের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জলন্ধর উপ-নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ৫৪.৭০ শতাংশ ভোট পড়েছে, যা ২০১৯ লোকসভা নির্বাচনে রেকর্ড করা ৬৩.০৪ শতাংশের কম।
প্রসঙ্গত, পঞ্জাবের ১৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে জলন্ধর লোকসভার কংগ্রেসের সাংসদ সন্তোখ সিং চৌধুরী এ বছরের ১৪ জানুয়ারি পার্টির ভারত জোড়ো যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।নির্বাচনে কংগ্রেস জলন্ধর থেকে চৌধুরীর বিধবা করমজিৎ কৌর চৌধুরীকে প্রার্থী করেছে, অন্যদিকে বিজেপি ইন্দর ইকবাল সিং অটওয়ালকে, আম আদমি পার্টি (আপ) সুশীল কুমার রিংকুকে, শিরোমণি আকালি দল (এসএডি) ডাঃ সুখবিন্দর কুমারকে প্রার্থী করেছে।

