BRAKING NEWS

কর্ণাটকে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন কেজরিওয়ালের, বিঁধলেন বিজেপিকে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): কর্ণাটকে দারুণ জয়ের জন্য কংগ্রেসকে অভিন্দন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। কেজরিওয়াল বলেছেন, বিজেপিকে বুঝতে হবে তাঁদের কৌশল আর কাজ করবে না। তিনি অবশ্য নির্বাচনে আপ-র হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন।

কেজরিওয়ালের কথায়, একটা সময় আসবে যখন কর্ণাটকেও জিতবে আম আদমি পার্টি। নির্বাচন কমিশন অনুসারে, আপ একটি ফাঁকা ড্র করেছে, মাত্র ০.৫৮ শতাংশ ভোট পেয়েছে। তবে, কেজরিওয়ালের আপ পঞ্জাবের জলন্ধর লোকসভা উপনির্বাচনে জয়লাভ করেছে। এ জন্য দলীয় প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *