হাফলং (অসম), ১৩ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে সমগ্র দেশে কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। অসমের রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ডিমা হাসাও জেলায়ও কংগ্রেস উৎফুল্লিত।
আজ শনিবার সকাল থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর্ব যখন চলছে, তখন থেকে হাফলঙে রাজীব ভবনে আনন্দের জোয়ার বইতে শুরু করে। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কর্ণাটকে ক্ষমতায় ফিরে এসেছে। দক্ষিণের ওই রাজ্যে জনতা বিজেপিকে উৎখাত করার ঘটনা দেশের রাজনীতিতে এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র জন্য এ এক অশনি সংকেত, মন্তব্য ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারের।
ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার বলেন, কংগ্রেসের এই জয় গণতন্ত্রের জয়, এই জয় সত্যের জয়। আগামীতে অসমেও এই ঝড় আসবে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের এই ফলাফল কংগ্রেসের নেতা-কর্মী থেকে শুরু করে তৃণমূল স্তরে অক্সিজেনের কাজ করবে। কর্ণাটক নির্বাচনের ফলাফল আগামী দিনে বিজেপি নিঃশেষ হওয়ার এক বিরাট ইঙ্গিত বহন করছে, মন্তব্য করে তিনি বিজেপির জুমলা রাজনীতি, ধর্ম ও জাতপাতের রাজনীতিকে এবার জনতা বিদায় জানাবেন, বলেন সমরজিৎ।
তিনি বলেন, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই তিন রাজ্যেও কংগ্রেস সরকার গঠন করতে সক্ষম হবে বলে দাবি করে সমরজিৎ হাফলংবার বলেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস আবার ফিরে আসবে।