আগরতলা, ১২ মে (হি.স) : চলন্ত বাসে টাকা চুরি করে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পরেছে তিন পরিযায়ী মহিলা শ্রমিক। পরর্বতী সময়ে তাঁদের বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে চুরি করা টাকা উদ্ধার করেছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাগমা থেকে সন্ধ্যা পাল আগরতলা যাবার উদ্দেশ্যে বাসে চড়েছিলেন। তাঁর পিছনেই সন্তান নিয়ে বসেছিলেন তিন পরিযায়ী মহিলা শ্রমিক। বিশালগড় আসার পর তাঁরা গাড়ি থেকে নেমে পড়েছিলেন। তখন সন্ধ্যা পাল জল খেতে গিয়ে দেখেন ব্যাগ কাটা রয়েছে এবং তাতে টাকা নেই। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেচামেচি শুরু করে দেন।
তাঁর অভিযোগ ছিল, পরিযায়ী মহিলা শ্রমিকরা টাকা চুরি করেছেন। চালক সাথে সাথে গাড়ি থামিয়ে ওই পরিযায়ী মহিলাদের খুঁজতে থাকেন। এরই মধ্যে বিশালগড়ে কয়েকজন ব্যবসায়ী তাদের আটক করেন। তারাই খবর পাঠিয়েছিলেন বিশালগড় থানায়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে তল্লাশির পর তাদের কাছ থেকে চুরি করা টাকা উদ্ধার হয়েছে বলে জানান তিনি।