BRAKING NEWS

আগামী ১৪ মে রাজস্থান সফর করবেন উপরাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : আগামী ১৪ মে রাজস্থানের পুষ্কর, খারনাল এবং মের্তা শহর পরিদর্শন করবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার উপরাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি পুষ্করের পবিত্র ব্রহ্মা মন্দির এবং শ্রী জাট শিব মন্দিরে প্রার্থনা করবেন। পরে তিনি বিশিষ্ট সমাজ সংস্কারক বীর তেজাজির জন্মস্থান খারনাল (নাগৌর) পরিদর্শন করবেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত নাথুরাম মির্ধার মূর্তি উন্মোচন করতে মের্তা সিটি (নাগৌর)ও যাবেন উপরাষ্ট্রপতি৷ প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং নাগৌরের কৃষক সম্প্রদায়ের সম্মানিত নেতা, নাথুরাম মির্ধা ছয়বার লোকসভার সদস্য ছিলেন এবং ১৯৭৯-৮০ এবং ১৯৮৯-৯০ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। মির্ধা কৃষি মূল্য জাতীয় কমিশনের চেয়ারম্যানও ছিলেন। তিনি চার মেয়াদে রাজস্থান বিধানসভার সদস্য ছিলেন এবং রাজস্থান সরকারের মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *