কিষানগড় পৌঁছল পাইলটের ”জন সংঘর্ষ যাত্রা”, দুর্নীতি নিয়ে ফের সরব সচিন

জয়পুর, ১২ মে (হি.স.): রাজস্থানের কিষানগড়ে পৌঁছল কংগ্রেস নেতা সচিন পাইলটের ”জন সংঘর্ষ যাত্রা”। দুর্নীতি ও পেপার লিক ইস্যুতে আজমের থেকে জয়পুর পর্যন্ত ৫ দিনের পদযাত্রা করছেন কংগ্রেস বিধায়ক সচিন পাইলট। শুক্রবার সেই পদযাত্রা কিষানগড় পৌঁছেছে। মাত্রাতিরিক্ত গরমকে উপেক্ষা করেই সচিন পাইলটের সঙ্গে পদযাত্রায় হাঁটেন বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীরা।

সচিন পাইলট এদিন বলেছেন, “এখন মে মাস এবং খুব গরম কিন্তু তারপরও মানুষ রাস্তায় বের হচ্ছেন, কারণ আমি যে বিষয়গুলি উত্থাপন করেছি তা প্রাসঙ্গিক। দুর্নীতির সমস্যা এবং আমাদের যুবকদের ভবিষ্যত সম্পর্কিত সমস্যাগুলি আমাদের প্রভাবিত করে। আমরা আশা করি আমাদের রাজ্য সরকার আমার উত্থাপিত সমস্যাগুলি বিবেচনা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *