ছত্তিশগড়ের সুকমায় পুলিশের গুলিতে খতম মাওবাদী, জখমদের সন্ধানে চলছে চিরুনি তল্লাশি

রায়পুর, ১২ মে (হি.স.): পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম হল এক মাওবাদী। আরও কয়েকজন জখম হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায়।

এ প্রসঙ্গে সুকমা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুকমায় হওয়া এনকাউন্টারের ফলে একজন মাওবাদী খতম হয়েছে। এই এনকাউন্টারে আরও ৩-৪ জন মাওবাদীর জখম হয়েছে মনে করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাওবাদীদের বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে।