মুম্বাই, ১২ মে(হি.স.): আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি গুজরাট টাইটানসের। মুম্বই ইন্ডিয়ান্স খেলবে ঘরের মাঠে। চলতি আইপিএলে দুই দলই এখনও অবধি ১১টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে গুজরাটের জয় ৮, হার ৩। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে গুজরাট। অন্যদিকে ৬টি জয় ও ৫টি হারের পর লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে মুম্বই। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। একবার জিতেছে মুম্বই আর একবার গুজরাট। তার মধ্যে চলতি আইপিএলের শেষ সাক্ষাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫৫ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল হার্দিকের দল। এ বার দেখার মুম্বই ঘরের মাঠে জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা।