ধর্ষণের মত ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ গণধর্ষণের ঘটনা নিয়ে কঠোর হচ্ছে সরকার৷ মুখ্যমন্ত্রী নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি এই ঘটনার সম্পর্কে অবগত হয়ে সাথে সাথে পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেছেন৷ এবং ঘটনার সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে তাদের মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়৷ কিন্তু এ ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করবে না সরকার৷ এবং এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে কোন অবস্থাতেই রেহাই না পায় তার জন্য আইন আইনের পথে চলবে বলে জানান মুখ্যমন্ত্রী৷