আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেলেন ইমরান খান

ইসলামাবাদ, ১২ মে (হি. স.) : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তাকে দু’সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে।

আগের দিন সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে বেআইনি বলে হাইকোর্টে হাজিরের আদেশ দেন।আজ শুক্রবার বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন। শুনানি শেষে ইমরানের জামিন মঞ্জুর করেন।

ডন নিউজ টিভি বলেছে, ইমরানের আইনজীবীরা হাইকোর্টের কাছে আরও চারটি আবেদন উপস্থাপন করেন। পিটিআই চেয়ারম্যান এদিন বেলা সাড়ে ১১টার কিছুক্ষণ পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আসেন এবং বায়োমেট্রিকস সম্পন্ন করেন। টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ ও রেঞ্জার কর্মকর্তারা আদালত চত্বরের বাইরে অবস্থান করছিলেন। এর দুই ঘণ্টা পর ইমরানের জামিন শুনানি শুরু হয়। শুনানিতে আদালতকক্ষে ইমরানের সঙ্গে তার আইনজীবীরা ছিলেন। আইনজীবী খাজা হারিস যুক্তিতর্ক উপস্থাপন করেন। হারিস আদালতকে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) যে পদক্ষেপ নিয়েছিল, তা বেআইনি।

আদালত এনএবির কৌঁসুলি ও ইমরানের আইনজীবীদের পরবর্তী শুনানির জন্য প্রস্তুত থাকতে বলেন। আদালত বলেন, তখন সিদ্ধান্ত হবে, ইমরানের জামিন বাতিল হবে নাকি জামিনের মেয়াদ বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *