বেঙ্গালুরু, ১২ মে (হি.স.): রাত পোহালেই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার দাবি করলেন, কর্ণাটকে জিতবে কংগ্রেসই।
বুথ ফেরত সমীক্ষাকে খারিজ করে শিবকুমার বলেছেন, কমপক্ষে ১৪১টি আসন জিতবে কংগ্রেস এবং তাঁর দল সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে।
কংগ্রেসের পক্ষে একটি ঢেউ ছিল বলে দাবি করেছেন শিবকুমার। শনিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার এক দিন আগে তিনি ”রিসোর্ট পলিটিক্স” ফিরে আসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন, বলেছেন “এই যুগ ২৫ বছর আগে শেষ হয়েছে”।

