নয়াদিল্লি, ১২ মে (হি.স.): যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে এবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজ ভূষণ শরন সিং দিল্লি পুলিশের কাছে নিজের বয়ান জমা দিলেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কুস্তিগীরদের তরফে বারবার বলা সত্বেও কোনও কাজ না হওয়ায় পথে নামতে হয় দেশের নামকরা অ্যাথলিটদের। যন্তরমন্তরে প্রতিবাদে বসেন তারা।
দায়ের করা হয় এফআইআর। কিন্তু সেই এফআইআর নিলেও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সবশেষে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার পর দিল্লি পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয় এফআইআর। সেই এফআইআরের ভিত্তিতেই এবার ব্রিজভূষণের বয়ান নিল দিল্লি পুলিশ।