অমরেশের হাত ধরে হার্ভেকে হারিয়ে শীর্ষস্থান অটুট পোলস্টারের

হার্ভে-‌১০৯/১০(৩৮)

পোলস্টার-‌১১২/‌৩(২৬)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।।জয়ের ধারা অব্যহত রাখলো পোলস্টার ক্লাব। অনায়াসেই পরাজিত করলো হার্ভে ক্লাবকে। টানা ৫ ম্যাচে পরাজিত হয়ে শেষের দিকের প্রথম স্থানে রয়েছে হার্ভে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে পোলস্টার জয়লাভ করে ৭ উইকেটে। হার্ভের গড়া ১০৯ রানের জবাবে পোলস্টার ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়া দলের অমরেশ দাস প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অর্ধশতরান করেছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে হার্ভে ক্লাব ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান করে। একসময় ৬৪ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় ছিলো তখন পামির দেবনাথ কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দলকে ১০০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। দলের পক্ষে শ্রীনিবাস দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ২১, সমীর দেববর্মা ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, পামির দেবনাথ ২৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। পোলস্টারের পক্ষে অমরেশ দাস (‌৩/‌১৭)‌ এবং সন্দীপ সরকার (৩/‌২৭‌) সফল‌ বোলার। জবাবে খেলতে নেমে পোলস্টার২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অমরেশ দাস ৭০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, দলনায়ক অরিন্দম বর্মন ১৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ (‌অপ:‌) এবং মহ:‌ আলবাহার ৬২ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৭ রান করেন। হার্ভের পক্ষে অর্কজিৎ দাস (‌২/‌৩৯) সফল বোলার।‌‌