উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ নীতীশ ও তেজস্বীর, কেন্দ্রের বিরুদ্ধে তোপ বিহারের মুখ্যমন্ত্রীর

মুম্বই, ১১ মে (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়েকের পর এবার উদ্ধব ঠাকরে। বিরোধী ঐক্য মজবুত করতে বদ্ধপরিকর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার মুম্বইয়ে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন। নীতীশের সঙ্গে ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবও। মাতোশ্রীতে তিনজনের মধ্যে দীর্ঘক্ষণ নানা বিষয়ে কথা হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, কেন্দ্রে যারা রয়েছেন, তাঁরা দেশের স্বার্থে কাজ করছেন না। দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে। প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন নীতীশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *