কলকাতা, ১১ মে (হি.স.): আজ আইপিএলে রয়েছে কেকেআরের হোম ম্যাচ। নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের। দুটি দলই এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১১টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে কেকেআর জিতেছে ৫ ম্যাচে, হার ৬ ম্যাচে।
অন্যদিকে কেকেআরের মতোই রাজস্থানের জয় ৫টি, হার ৬টি। অর্থাৎ দুই দলেরই জয় পরাজয় সমান সমান। কেকেআর শেষ ২ ম্যাচে জিতেছিল। ফলে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। অন্যদিকে রাজস্থান হারের হ্যাটট্রিক করে বেশ চাপ নিয়েই নামবে ইডেনে। উল্লেখ্য, এই দুটি দলই প্লে-অফের লড়াইয়ে রয়েছে। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২৭ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে কেকেআর জিতেছে ১৪ বার আর রাজস্থান জিতেছে ১২ বার।