ইসলামাবাদ, ১১ মে (হি.স.): পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা ইমরান খান-ঘনিষ্ঠ শাহ মেহমুদ কুরেশিকে বুধবার মধ্যরাতে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ পোশাকের কয়েক জন কুরেশিকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতেই কুরেশি পিটিআই সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। কুরেশিকে গ্রেফতারের পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি পুলিশ।
পিটিআই দাবি করেছে, তাদের চেয়াম্যান মুসারত চিমা এবং সেনেটর এজাজ চৌধরিকে ইসলামাবাদ থেকে অপহরণ করেছে পাক রেঞ্জার্স। উল্লেখ্য, গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআইয়ের প্রধান ইমরান খানকে। আধাসেনার হাতে ইমরানের গ্রেফতারের পর থেকে জ্বলছে পাকিস্তান।