ইমরানকে মুক্তির দাবিতে বোমা পড়ল পাক প্রধানমন্ত্রীর বাড়িতে; জ্বলল গাড়ি ও সচিবালয়

ইসলামাবাদ, ১১ মে (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরানের খানের গ্রেফতারির ঘটনায় অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান। সেই অশান্তির আঁচ গিয়ে পৌঁছল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেও। ইমরানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার শাহবাজের লাহোরের বাড়িতে হামলা চালালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকেরা। যদিও সেই সময় শহবাজ এবং তাঁর পরিবারের সদস্যেরা ঘরে ছিলেন না।

এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের শীর্ষ নেতৃবৃন্দকে বুধবারই সে দেশের নিরাপত্তাবাহিনী গ্রেফতার করেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির একদিন পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, আসাদ উমর, ওমর সরফরাজ চিমা, আলি জাইদি এবং আক্রম উসমান প্রমুখকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ইসলামাবাদে গ্রেফতার করা হয়েছে। ইমরান খান গ্রেফতার হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ৪৭ জন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। গ্রেফতার ১ হাজারের বেশি পিটিআই কর্মী। দেশের বেশির ভাগ অংশেই শান্তি – শৃঙ্খলা রক্ষায় সেনা নামানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *