BRAKING NEWS

সমলিঙ্গে বিয়ে নিয়ে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত


নয়াদিল্লি, ১১ মে (হি.স.): বহুল চর্চিত সমলিঙ্গের বিয়ে নিয়ে শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। যদিও বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখার কথা জানিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। গ্রীষ্মাবকাশের পরে শীর্ষ আদালত খোলার পরেই রায়দান হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

সমলিঙ্গে বিয়ের আইনি অধিকার চেয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন একাধিক ব্যাক্তি ও সংগঠন। ওই দাবির বিরোধিতায় সরব হয়েছিল কেন্দ্রীয় সরকার। এমনকী বিষয়টি সংসদের ওপরে ছেড়ে দেওয়ারও দাবি জানিয়েছিল। যদিও সেই দাবিতে কর্ণপাত করেনি শীর্ষ আদালত। ১০ দিন ধরে চলে শুনানি। গতকাল বুধবারই কেন্দ্রের পক্ষ থেকে সাংবিধানিক বেঞ্চকে জানানো হয়, সমলিঙ্গের বিয়ে নিয়ে রাজ্যগুলির মতামত জানতে চাওয়া হয়েছিল। সাতটি রাজ্য এখনও পর্যন্ত মতামত পাঠিয়েছে। তার মধ্যে রাজস্থান, অসম ও অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করা হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম ও মণিপুর সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছে।

কেন্দ্রীয় সরকার সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার বিষয়টি সংসদের ওপরে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেও আবেদনকারীরা তার বিরোধিতা করেছেন। আবেদনকারীদের পক্ষে মুকুল রোহাতগি, অভিষেক মনু সিঙ্ঘভিরা দাবি করেন, শীর্ষ আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আইন প্রণয়নের জন্য সংসদকে নির্দেশ দিক। সামনেই যেহেতু গরমের ছুটি শুরু হচ্ছে, তাই এদিনই সমলিঙ্গের বিয়ে নিয়ে সাংবিধানিক বেঞ্চ রায়দান করতে পারে বলে আশা করেছিলেন অনেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *