আগরতলা, ১১ মে (হি.স.) : বাউন্ডারি ওয়াল না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সটান ঢুকে পড়ল বিদ্যালয়ের ভেতরে। বিদ্যালয়ের বারান্দায় ওই বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী। মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জনৈক শিক্ষক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পৌঁছে প্রাথর্না সভায় উপস্থিত হওয়ার জন্য শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে ছিল নবম শ্রেণির ছাত্রী সাহানাজ বেগম। তখন বিদ্যালয়ের বারান্দায় ইয়ামিন মিঞা বাইক নিয়ে ঢুকে পড়ে এবং ওই ছাত্রীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তাতে গুরুতর আহত হয়েছে সাহানাজ। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, বাউন্ডারি ওয়াল না থাকার ফলে বাইক নিয়ে সোজা বিদ্যালয়ে ঢুকে পড়েছে ইয়ামিন।
তিনি আরও জানিয়েছেন, ইয়ামিন মিঞা মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছিলেন। বাইকের ধাক্কায় পায়ে গুরুতর আঘাত লেগেছে সাহানাজের। বর্তমানে ওই ছাত্রী হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

