ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। দুর্দান্ত পরিকল্পনার বাস্তবায়ন ঘটালো মেলারমাঠের এগিয়ে চলো সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সম্মুখভাগের মাঠে আজ বিকেলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে ক্লাবের সাফল্য অর্জনকারী ক্রিকেটারদের হাতে প্রাইজমানির টাকা তুলে দেওয়া হয়। এবছর অনূর্ধ্ব-১৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ২০ হাজার টাকা এবং বাইজুস মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে ১ লাখ টাকা পায় এগিয়ে চলো সঙ্ঘ। ওই পুরো টাকা ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী আজ তা তাদের হাতে তুলে দেন এগিয়ে চলো সংঘের কর্তাব্যক্তিরা। আজ, বৃহস্পতিবার বিকেল ৫ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের মাঠে এগিয়ে চলোর অনুশীলন শিবিরের সামনে দলের হয়ে ক্রিকেটারদের মধ্যে প্রাপ্য টাকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের হাতে সুদৃশ্য ট্রফিও তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস, ক্রীড়া সংগঠক সুব্রত দত্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন সংঘের সভাপতি চঞ্চল নন্দী। সংঘের পক্ষ থেকে সোনামুড়া নিবাসী সমীর চন্দ্র ঘোষের দৃষ্টিহীন কন্যা দীপ্তি রানী ঘোষের চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করেন এবং সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আবেদন জানান। সংঘের সচিব সুমন্ত গুপ্ত কোচ, খেলোয়ার, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
2023-05-11