টি.আর.এল.এম-এর উদ্যোগে ভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ পশ্চিম জেলার মিশন ম্যানেজমেন্ট ইউনিট টি.আর.এল.এম-এর উদ্যোগে ভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার৷ এইদিন পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির সুচনা করা হয়৷ সবুজ পতাকা নেড়ে গাড়ি গুলির সুচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা৷ পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান গ্রামিন স্তরে কমন সার্ভিস সেন্টার রয়েছে৷ কমন সার্ভিস সেন্টার থেকে সকল ধরনের পরিষেবা পাওয়া যায়৷ এইদিন ভ্রাম্যমাণ মোবাইল কমন সার্ভিস গাড়ির সুচনা করা হয়েছে৷