কনভয়-বিতর্কে এফআইআর-এর ওপর স্থগিতাদেশ চেয়ে শুভেন্দুর আর্জি

কলকাতা, ১০ মে (হি. স.) : ‘অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে।’ কনভয়-বিতর্কে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। এফআইআর-এর ওপর স্থগিতাদেশ চেয়েও আর্জি জানান তিনি। অন্যদিকে, নিহত যুবকের পরিবারের আইনজীবীর তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়।

চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি ছিল বুধবার। আলাদা আলাদা আইনজীবী নিয়ে এদিনের শুনানিতে হাজির হন মৃতের বাবা এবং অনন্যা আত্মীয়রা।

শুভেন্দুবাবুর আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন, রাজ্য কথা দেওয়ার পরেও কনভয়ে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। তিনি বলেন, “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে। প্রথম গাড়িতে ছিলেন বিরোধী দলনেতা। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।” তবে নিহত যুবকের পরিবারের আইনজীবীর তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সম্প্রতি চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে তুমুল বিতর্ক বাধে। অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চণ্ডীপুরের শেখ ইসরাফিল নামে এক যুবকের। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই কনভয়ের চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *