আগরতলা, ১০ মে (হি.স.) : সন্তান প্রসবের কয়েক ঘন্টা পূর্বে এক গর্ভবতী মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।খোয়াই পূর্বগণকী জামটিলা এলাকায় ওই মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, খুন করে দেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
মৃতার বাপের বাড়ির জনৈক সদস্য জানিয়েছেন, খোয়াই থানাধীন পূর্ব গনকী গ্রামের জামটিলা এলাকার বাসিন্দা সুমিতা দেববর্মা(৩৩) দশ মাসের গর্ভবতী ছিলেন। তাঁর স্বামীর নাম সুমন্ত দেববর্মা। তিনি পেশায় চাকুরিচ্যুত ১০৩২৩’র শিক্ষক ছিলেন। হাসপাতাল থেকে আজকে সন্তান প্রসবের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতে অনেক খোজাঁখুজি করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
কিন্তু বুধবার সকালে শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরের জঙ্গলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সহ অন্যান্য মহিলা অফিসাররা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ গাছ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।