ওপিসি:- ৯৪/১০(৩৯.২)
পোলস্টার:- ৯৫/৪(২২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। লো-স্কোরিং ম্যাচে দুর্দান্ত জয় পোলস্টারের। হারিয়েছে ওল্ড প্লে সেন্টারকে। ছয় উইকেটের ব্যবধানে। পোলস্টার ক্লাব ছয় উইকেটের বড় ব্যবধানে জয় ছিনিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে। পঞ্চম দিনের খেলা শেষে ২ দল পোলস্টার ও ব্লাডমাউথ-এর পয়েন্ট সমসংখ্যক ১২ করে হলেও রানের গড়ের নিরিখে পোলস্টার শীর্ষেই রয়েছে। আজ, বুধবার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপিসি-কে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য। পঞ্চাশ ওভারের খেলায় ওপিসি ৩৯.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে সাকুল্যে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা সর্বাধিক ২১ রান পায়। এছাড়া, দেবজিৎ সাহার ১৫ এবং দিপেন বিশ্বাসের ১৯ রান কিছুটা উল্লেখ করার মতো। পোলস্টারের অমরেশ দাস ২৪ রানে চারটি, সন্দীপ সরকার নয় রানে তিনটি এবং দ্বৈপায়ন ভট্টাচার্য ২৩ রানে দুইটি উইকেট তুলে নেয়। এছাড়া, কাজল সূত্রধর পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার ২২ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে ৩৭ রানের মধ্যে তিন উইকেট এর পতন ঘটলেও লো-স্কোরি়ং ম্যাচ হওয়ার কারণে পোলস্টার সহজে জয় তুলে নেয়। চার উইকেট হারিয়ে পোলস্টার জয়ের লক্ষ্যে পৌঁছায়। পোলস্টারের শিবম পাণ্ডে সর্বাধিক ৩২ রান পায়। তবে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ অমরেশ দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।