চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়ায় ভাঙচুর নার্সিংহোম

হাওড়া, ১০ মে (হি. স.) : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরের হাটালে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার মিনতি পাঁজা নামে বছর পঁয়তাল্লিশের এক রোগীকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই রোগীর টিউমার হয়েছিল। তা অপারেশন করানো হয়। অভিযোগ, ওই নার্সিংহোমে অপারেশনের পর তাঁর অবস্থার অবনতি হয়। বিকালে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে। এসএসকেএম হাসপাতালে ভর্তির পরই রাতে মৃত্যু হয় ওই রোগীর। মৃত্যুর খবর চাউর হতেই রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হন। ব্যাপক ভাঙচুর চালানো হয়। কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসার যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মিনতির। বুধবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামে। এরপর গ্রামবাসীরা ফের মৃতদেহ নিয়ে নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ করা হয় হাওড়া আমতা রোড। তাঁদের দাবি, অবিলম্বে এই নার্সিংহোমকে বন্ধ করে দিতে হবে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছেন।