বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): কর্ণাটক নির্বাচনের সঙ্গে দেশের ভবিষ্যৎও জড়িত। এই মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারমাইয়া। তিনি বলেছেন, যে দল কাজ করে সেই দলকে ভোট দিতে ভোটারদের অনুরোধ করছি। এই নির্বাচনের সঙ্গে দেশের ভবিষ্যৎও জড়িত।
সিদ্দারমাইয়া আরও বলেছেন, আমি ক্রমাগত বলে আসছি কংগ্রেস ১৩০-এর বেশি আসন পাবে, এটি ১৫০ আসনও হতে পারে।
কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, আমি ২০০ শতাংশ আত্মবিশ্বাসী কংগ্রেস দল ১৪১ আসন পাবে। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব।

