চলে গেলেন ৫ বিশ্বকাপে খেলা গোলরক্ষক অ্যান্তোনিও কারবাহাল

মেক্সিকো, ১০ মে (হি.স.) : মেক্সিকোর প্রাক্তন গোলরক্ষক কারবাহাল প্রথমবারের মতো পাঁচটি বিশ্বকাপে খেলার নজির গড়েছিলেন। ৯৩ বছর বয়সে চলে গেলেন ‘দ্য ফাইভ কাপস’খ্যাত কারবাহাল।

বুধবার মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমে কারবাহালের মৃত্যুর খবরটি প্রকাশিত হওয়ার পর মেক্সিকোর ফুটবল ফেডারেশনও সেটি নিশ্চিত করেছে।

১৯৫০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অভিষেক হয় তার। এরপর থেকে তার বিশ্বকাপ যাত্রা চলতে থাকে। ১৯৬৬ সালের বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ খেলে প্রথমবার পাঁচ বিশ্বকাপে খেলার রেকর্ডে নাম লেখান তিনি।