চন্দ্রপুর বাজারে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করল খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার চন্দ্রপুর এর একটি দোকানে খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বুধবার অফিসার চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করেছেন৷ রাজধানীর আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে দোকানপাটে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী মজুদ রয়েছে৷ এ ব্যাপারে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ বুধবার রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর বাজারে রামঠাকুর ভ্যারাইটিজ নামে একটি দোকানে হানা দেন প্রশাসনের কর্মকর্তারা৷ ওই দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, পানীয়, চিপস ,চকলেট ,মাস্টার অয়েল সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে খাদ্য দপ্তর ও মহকুমা  প্রশাসন৷ অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদরের জানান প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজধানীর আগরতলা শহরের উপর এভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ থাকার বিষয়টি খুবই উদ্বেগ জনক৷ খাদ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পরই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে বৈঠক করে বিভিন্ন দোকানপাটে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন৷ শুধু মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বাজেয়াপ্ত করায় নয় পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের তারতম্যের বিষয়টিও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে৷৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বুধবার চন্দ্রপুর বাজারে একটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বাজেয়াপ্ত করতে সক্ষম হন৷ দোকান মালিক মিষ্টু বিশ্বাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সদরের  ডিসিএম জানিয়েছেন৷ তিনি আরো জানান এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর প্রশাসন গুরুত্ব আরোপ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *