কুমারঘাট(ত্রিপুরা), ১০ মে (হি.স.) : ত্রিপুরায় জঙ্গলে এক যুবকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। কুমারঘাট ৯১ মাইল এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ কুমারঘাট থানায় খবর দিয়েছেন।পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। কারণ, মৃতদেহের পাশ থেকে সিরিঞ্জ সহ ড্রাগসের কৌটা উদ্ধার হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফটিকরায় হাসপাতালে পাঠিয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক কমল দের্ববমা জানিয়েছেন, বুধবার সকাল আনুমানিক ১০টা নাগাদ স্থানীয় মানুষ কুমারঘাট উত্তর পাবিয়াছড়ায় অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে জঙ্গল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। তাঁরা জঙ্গলে গিয়ে পঁচাগলা একটি দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর পাঠায় কুমারঘাট থানায়। পুলিশ ছুটে গিয়ে জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। মৃতদেহটি দশ থেকে পনেরো দিন ধরে ওই জঙ্গলে পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। কারণ,মৃতদেহের পাশ থেকে সিরিঞ্জ সহ ড্রাগসের কৌটা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে।

