বিধানসভা ভোটে বীরভূমে ১১-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মহম্মদবাজার, ১০ মে (হি. স.) : তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে মহম্মদবাজারের জনসভা থেকে বিধানসভা ভোটে বীরভূমে ১১-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি অনেক তো ঢাক ঢোল বাজিয়ে বীরভূমে বিধানসভা ভোটে প্রচার শুরু করেছিল। কি হল। ১১ টার মধ্যে ১০ গোল খেয়েছে। আমরা ১০ গোল দিয়েছি। একটায় হেরেছি । আগামী নির্বাচনে ১১-০ করতে হবে।”

বীরভূমের সব পঞ্চায়েত দখলের হুঙ্কার দিয়ে তিনি বলেন, “পঞ্চায়েত কে সামনে রেখে মানুষের আশীর্বাদ সমর্থন দোয়া কে সামনে রেখে পথ চলার প্রেরণা করে প্রত্যেক টা পঞ্চায়েত আমাদের জিততে হবে। “

যদিও বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন,” শুন্য করবে কি। তৃণমূল এখন নব জোয়ারের নামে শুন্য পথে ছুটছে। তৃণমূলের নবজোয়ারে মাঝে শয়ে শয়ে মানুষ বিজেপি তে জয়েন করছে। সময় সব থেকে বলবান। সময় বলে দেবে কে শুন্য হল। “