BRAKING NEWS

নাৎসিদের মত রুশ বাহিনী পরাজিত হবে: জেলেনস্কি


কিয়েভ, ৯ মে (হি. স.) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১৯৪৫ সালে জার্মান নাৎসিরা যেভাবে পরাজিত হয়েছিল, ঠিক একইভাবে ইউক্রেনে রুশ বাহিনী পরাজিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই কথা বলেন।

রাশিয়ার বিজয় দিবসের একদিন আগে কিয়েভে এক স্মৃতিসৌধের সামনে ভিডিওটি রেকর্ড করা হয়। জেলেনস্কি ভিডিওতে বলেন, আধুনিক রাশিয়ার ফিরিয়ে আনা সব পুরোনো অশুভ কাজ নাৎসিবাদের মতোই পরাজিত হবে। আমরা তখন যেভাবে অশুভ কর্মকাণ্ডকে একত্রে ধ্বংস করেছিলাম, এখন সেই রকম অশুভ কর্মকাণ্ডকে ধ্বংস করছি।

রাশিয়া আজ বিজয় দিবস উদযাপন করছে। অন্যদিকে পশ্চিমা অনেক দেশই ইউরোপ দিবস উদযাপন করছে। দিবসটিকে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ডিক্রিতে সই করেছেন। পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ডিক্রিটি।

রাশিয়া যখন বিজয় দিবস উদযাপন করছে, ঠিক তখনই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইউক্রেন বলছে, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *