নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রাজধানীর দুর্গাচৌমুহনী বিপণী বিতানে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির৷রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে রক্তদানে রেকর্ড করেছে ত্রিপুরা৷ এক ইউনিট রক্ত দিয়ে তিনজনকে বাঁচানো সম্ভব৷ তবে এই রক্ত মাত্র ৪২ দিন রাখা যায়৷ প্লাজমা রাখা যায় এক বছর৷ প্লেটলেটের পরমায়ু মাত্র ৫ দিন৷ জন্ম মৃত্যু কারুর হাতে নেই৷ কিন্তু বাকীটা মানুষের হাতে রয়েছে৷ জীব সেবাই শ্রেষ্ঠ সেবা বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷
2023-05-09