শ্রীশ্রী আনন্দময়ীর আবির্ভাব উপলক্ষে কুমারী পুজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷  শ্রী শ্রী মা আনন্দময়ীর ১২৮ তম আবির্ভাব মহোৎসব উপলক্ষ্যে একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে আগরতলা টাউনহল সংলগ্ণ আনন্দময়ী আশ্রম পরিচালন কমিটি৷ তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার আনন্দময়ী আশ্রমে আয়োজন করা হয় কুমারি মায়ের পুজোর৷ রীতি মেনে পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় কুমারি মায়ের পুজা৷ আনন্দময়ী আশ্রম পরিচালন কমিটির সদস্যরা জানান প্রতি বছরের ন্যায় এই বছরও কুমারি পুজা করা হয়েছে৷ এই বছর মালিনি রুপে মায়ের পুজা করা হয়েছে৷ তারা আরও জানান মঙ্গলবার সূযর্োদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশ্রমে কীর্তন করা হবে৷ এইদিন কুমারি পুজা উপলক্ষ্যে আশ্রমে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *