বেঙ্গালুরু, ৯ মে (হি.স.): বুধবার, ১০ মে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ কর্ণাটকে। একদফাতেই বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে কর্ণাটকে, মোট ২,৬১৩ জন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। বিজেপির প্রার্থী সংখ্যা ২২৪। কংগ্রেস ২২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জনতা দল (সেক্যুলার) প্রার্থী দিয়েছে ২০৭টি আসনে।
অন্যদিকে, আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী সংখ্যা ২০৯ এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির ১৩৩ জন প্রার্থী ভোটে লড়ছেন। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৩ মে, শনিবার।কর্ণাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫,২১,৭৩,৫৭৯ জন। কর্ণাটকজুড়ে ৫৮,২৮২টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। কর্ণাটকে ২০১৮-১৯ সালের তুলনায় প্রথম বারের ভোটার সংখ্যা ৯.১৭ লক্ষ বেড়েছে।