মণিপুর থেকে ফিরেছে হরিয়ানার পাঁচ ছাত্র

চণ্ডীগড়, ৯ মে (হি. স.) : অশান্ত মণিপুরে আটকে পড়া হরিয়ানার পাঁচ শিক্ষার্থী ফিরে এসেছে। রাজ্য সরকারের প্রচেষ্টায় পাঁচ শিক্ষার্থী সোমবার রাত ১টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে এবং মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়িতে পৌঁছে গেছে।

মণিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হরিয়ানার ১৬ জন শিক্ষার্থী আটকা পড়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল নিজেই এই উদ্ধার অভিযানের তদারকি করছেন। মণিপুরে অধ্যয়নরত এই ছাত্রদের হরিয়ানা সরকার ফিরতি টিকিট দিয়েছে। প্রথম ধাপে মহেন্দরগড়ের কমলকান্ত, জিন্দের রিতু, পালওয়ালের শিবানী, সিরসার নেহা রানি এবং রোহতকের সাগর কুন্ডু বাড়ি ফিরেছেন। হরিয়ানা সরকারের মতে, রাজ্যের পাঁচজন শিক্ষার্থী এনআইটি মণিপুরে, আটজন শিক্ষার্থী আইআইআইটি মণিপুরে এবং এনএস মণিপুরে তিনজন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *