BRAKING NEWS

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ রবীন্দ্র কাননে গুচ্ছ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে সার্কিট হাউসের সংলগ্ণ রবীন্দ্র কাননে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷  সার্কিট হাউসের সংলগ্ণ রবীন্দ্র কাননকে নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি নতুন করে রং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে৷ এছাড়া সমগ্র রবীন্দ্র কানন চত্বর সাজিয়ে তোলা হচ্ছে৷ পঁচিশে বৈশাখ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই রবীন্দ্র কানন চত্বরে অনুষ্ঠিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠান৷এ উপলক্ষে নানা সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *