কলকাতা, ৮ মে (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতির প্রয়াণে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণগোপাল ব্যানার্জি (৭৩) এর মৃত্যু সম্পর্কে জানতে পেরে মর্মাহত৷ জেলা নেতার পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক।”

