মণিপুর নিয়ে উদ্বিগ্ন মমতা, নবান্ন-তে খোলা হয়েছে কন্ট্রোল রুম

কলকাতা, ৮ মে (হি. স.) : মণিপুর-পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নবান্ন-তে সাংবাদিক সম্মেলনে জানান, সেখানে আটকে পড়া কেবল এ রাজ্যের পড়ুয়াদের নয়, ভিন রাজ্যের পড়ুয়াদেরও যথাসম্ভব সাহায্য করা হবে।মুখ্যমন্ত্রী বলেন, “আমিও যেমন চিন্তিত, আমাদের অফিসাররাও চিন্তিত, আপনারাও চিন্তিত মণিপুর নিয়ে। আমাদের ছেলেমেয়ে যারা আছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। অন্যান্যরাও যারা বাংলা হয়ে আসছে তাদের প্রতিও কর্তব্য আছে। নবান্নে একটা কন্ট্রোল রুম খোলা আছে। দিনরাত খোলা সেটা। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩২২১৪৩৫২৬। আরেকটা নম্বর ০৩৩২২৫৩৫১৮৫। এখনও পর্যন্ত ১৮৫ জন কন্ট্রোল রুমের মাধ্যমে যোগাযোগ করেছেন। আমরা মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।

যারা বিমানবন্দরে আসতে পারছেন না, উপদ্রুত অঞ্চলে আছেন, জানতে পারলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মণিপুর সরকারকে অনুরোধ করেছি নিরাপদ জায়গা দেওয়ার জন্য। এখনও অবধি ২৫ জনকে এনেছি। ১৮ জন পড়ুয়া আছে এর মধ্যে। ইম্ফলে পড়েন। ওদের বিমান খরচ দিয়ে এনেছি। ৬৮-এর বেশি পড়ুয়া এখনও ইম্ফলে আছে নানা জায়গায়। দ্রুততার সঙ্গে ফেরানোর চেষ্টা চলছে।একই সঙ্গে কলকাতা হয়ে যারা যাচ্ছে, তাদেরও আমরা দেখছি। কাল রাতের বিমানে কেউ এসেছে। দীর্ঘ সময় পর ট্রেন। তাদের বিভিন্ন ইয়ুথ হোস্টেল বা সল্টলেক স্টেডিয়ামে রাখার ব্যবস্থা করছি। আমরা মনে করি তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ১৪০ জন অন্ধ্রের পড়ুয়া আছে। রাজস্থানের ৩০ জন আছে। তেলেঙ্গানার ২৬ জন আছে। সকলকে সযত্নে রেখেছি। ওরা ভাল আছে। তাদের সরকার যেন নিয়ে যায়। ওই সব রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *