ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।।দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল। বাইখোরা স্কুল মাঠে প্রথম সেমিফাইনালে জোলাইবাড়ি স্কুল খেলবে উত্তর তাউখোমা স্কুলের বিরুদ্ধে এবং শান্তিরবাজার স্কুল মাঠে শান্তিরবাজার স্কুল খেলবে বাইখোরা স্কুলের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে জোলাইবাড়ি ও শান্তিরবাজার স্কুল। ৪ দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ১১ মে হবে আসরের ফাইনাল।
2023-05-08

