চলমান সঙ্ঘ-১৬৮/১০
ব্লাডমাউথ-১৬৯/৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।।প্রশান্ত ভান্ডারির দায়িত্বশীল ব্যাটিং। তাতেই চলমানের বাধা টপকালো ব্লাডমাউথ ক্লাব। স্পিন ট্রেকিং উইকেটে অল্প রানকে তাড়া করতে নেমে ঘাম জরাতে হলো শক্তিশালী ব্লাডমাউথ ক্লাবকে। প্রশান্ত ভান্ডারি যদি দাযিত্ব নিয়ে ২২ গজে টিকে থাকতে না পারতেন তাহলে হয়তোবা পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তো ব্লাডমাউথ ক্লাব। তবে প্রথম ওভারে দুই উইকেট তুলে নেওয়া নবজ্যোতি দেবনাথ-কে পরের ওভারে বল করতে দেওয়া হলো না তা বোঝা যায়ছনি। চলমান কোচের ওই ভুলই কী পরাজয়ের কারন হয়ে দাড়ালো ম্যাচ শেষে ওই প্রশ্নই উঁকি মারছিলো এম বি বি স্টেডিয়ামে। ম্যাচে চলমানের গড়া ১৬৮ রানের জবাবে ব্লাঐডমাউথ ক্লাব ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রশান্ত ৫৯ রানে অপরাজিত থেকে যান। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চলমান সঙ্ঘ ১৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জয়দেব দেব ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬,সোমেন মহান্তি ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩১,আরমান হুসেন ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪, নবজ্যোতি দেবনাথ ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং দেবোত্তম ঘোষ ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ব্লাডমাউথের পক্ষে প্রলয় দাস (৩/১৫), স্বরব সাহানি (৩/৪৩) এবং স্বপন দাস (২/৪৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথ ক্লাব ৩৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।দলের পক্ষে প্রশান্ত ভান্ডারি ৬১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ (অপ:), কৌশল আচার্য ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮,রাহুল হুসেন ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, বাপ্পা দাস ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রণদীপ পাল ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। চলমানের পক্ষে কৃষ্ণধন নম: (৩/৪৪) এবং নবজ্যোতি দেবনাথ (২/৮) সফল বোলার। আসরে প্রথম পরাজয়ের মুখ দেখলো চলমান সঙ্ঘ।